রাজশাহীতে আম পাড়া শুরু ১৫ মে

চলতি মৌসুমে আগামী ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস এম আবদুল কাদেরের সভাপতিত্বে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ-বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাজশাহীর সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মে থেকে গুটি আম পাড়া যাবে। এরপর পর্যায়ক্রমে অন্য আম পাড়া যাবে। এর মধ্যে গোপালভোগ ২০ মে, হিমসাগর বা ক্ষীরসাপাতি ২৮ মে, লক্ষ্মণভোগ ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আশ্বিনা আম পাড়া যাবে ১ জুলাই থেকে।

 

টাইমস/এইচইউ

Share this news on: