ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে নিহত ৪

রাজধানী ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইফতারের পরপর কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়।

এতে মধ্যবাড্ডায় দেয়াল চাপায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হয়।

এর মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে তিনজনই নিহত হয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্যান্ডেল ভেঙে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৫ জন আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের নাম শফিকুল ইসলাম (৩৬)। এ ঘটনায় আহত অন্তত ১৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

জানা গেছে, শুক্রবার অনেক লোক হওয়ার কারণে মসজিদের দক্ষিণ গেটে মুসল্লিদের নামাজের জন্য একটি প্যান্ডেল করা হয়।

মাগরিবের নামাজের সময় প্রবল ঝড়ে প্যান্ডেলটি ভেঙে পড়ে। এ সময় সেখানে ১০০ থেকে ১৫০ জনের মতো মুসল্লি ছিলেন।

এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা প্যান্ডেল ভেঙে পড়ে ‍মুসল্লিরা আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।

 

টাইমস/জেডটি

Share this news on: