ভেড়ামারায় একই পরিবারের তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় খাইরুল নামে এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা একই পরিবারের সদস্য। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- আবদুল মান্নান, তার স্ত্রী মেরিনা খাতুন ও মা মর্জিনা খাতুন। মামলার আরেক আসামি হযরত আলীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিতে করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে দক্ষিণভবানীপুর গ্রামের শাহিন ট্রলি নিয়ে সাতবাড়িয়া হিসনাপাড়ায় যাওয়ার পথে এক শিশু ট্রলিতে উঠতে গিয়ে পড়ে যায়। এ নিয়ে শিশুটির বাবা আবদুল মান্নান ও শাহিনের ভাই খাইরুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে খাইরুলদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে গুরুতর আহত হন খাইরুল। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় খাইরুলের ভাই আমিরুল ইসলাম ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন।

Share this news on: