গ্যাসের আগুনে পুড়ল একই পরিবারের ৪ জন

গাজীপুরে একটি বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ এক পরিবারের চারজন নিহত হয়েছে। বুধবার রাত দশটার দিকে সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাহ আলম (৩৮) ও তার স্ত্রী মনিরা (৩০) এবং ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রী একই কারখানায় চাকরি করতেন। কাজ শেষে বাসায় ফিরে গ্যাসের চুলায় রান্না করছিলেন মনিরা বেগম। একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়লে শিশু ফাতেমা অগ্নিদগ্ধ ও বাকিরা শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে লাশগুলো উদ্ধার করে।

 

টাইমস/জিএস

Share this news on: