আবাসিক হোটেলে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’র একটি কক্ষে খ্যাতিমান আলোকচিত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেরে বাংলা থানার এসআই লিটন বিষয়টি বাংলাদেশে টাইমসকে নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, আনোয়ার হোসেন ফ্রান্সে ছিলেন। সম্প্রতি তিনি দেশে আসেন। গত ২৮ নভেম্বর তিনি পান্থপথের হোটেল ওলিও’র ৮০৯ নম্বর কক্ষে উঠেন। শনিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সুরতহাল শেষে দুপুরে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি জানিয়ে এসআই লিটন বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে মাত্র ৩০ টাকা দিয়ে কেনা ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তীতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।

সূর্য দীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024