চট্টগ্রামগামী ট্রেনে ডাকাত দলের হামলায় আহত ১০

ফেনীতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় অনন্ত ১০ ট্রেন যাত্রী আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফেনীর ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার (জিআরপি) নওরোজ হাসান তালুকদার।

রেলওয়ে পুলিশ জানায়, বুধবার রাজধানীর কমলাপুর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রাম এক্সপ্রেস। রাত ৮টার দিকে ফেনীর ফাজিলপুর এলাকায় পৌঁছালে ট্রেনটির ছাদে যাত্রীদের ওপর হামলা চালায় একদল ডাকাত। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে আহত হন অন্তত ১০ জন। যাত্রীদের কাছ থেকে লুট করা হয় নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল। পরে ট্রেন থামিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

সীতাকুণ্ড রেলস্টেশন থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার বলেন, ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মূল্যবান মালপত্র নিয়ে গেছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 


টাইমস/এইচইউ

Share this news on: