ময়মনসিংহে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ জন গ্রেফতার

ময়মনসিংহের ১২টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় সাংবাদিকসহ  ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গণমাধ্যম শাখায় দায়িত্বরত সহকারী  উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে অভিযান চালিয়ে জেলার  ১২টি থানা থেকে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ সদর মডেল থানায় ১৮ জন, ভালুকায় ১১ জন, মুক্তাগাছায় চারজন, ফুলপুরে দুজন, ফুলবাড়ীয়ায় তিনজন, ত্রিশালে একজন, গফরগাঁওয়ে একজন, গৌরীপুরে তিনজন, ঈশ্বরগঞ্জে নয়জন, নান্দাইলে ছয়জন, হালুয়াঘাটে দুজন, ধোবাউড়ায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে রোববার রাতে শহরের চরপাড়া এলাকা থেকে স্থানীয় পত্রিকা দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের বরখাস্তকৃত ভারপ্রাপ্ত সম্পাদক খাইরুল আলম রফিককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।

 

টাইমস/এইচইউ

Share this news on: