ময়মনসিংহের কলসিন্দুরে ফুটবলকন্যাদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

দেশের নারী ফুটবলার তৈরির সূতিকাগার ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরে ফুটবলকন্যাদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এসময় খুদে ফুটবলারদের মাঝে বুট, জার্সি ও বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খুদে ফুটবলারদের হাতে খেলার সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস, কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রতন মিয়া, নারী ফুটবলারদের টিম ম্যানেজার ও সহকারী অধ্যাপক মালা রানী সরকার, প্রভাষক এবি সিদ্দিক প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান, কলসিন্দুরের ফুটবল খেলা ধরে রাখতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, খেলোয়াড় তৈরি অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত আছে।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবলের বয়সভিত্তিক বিভিন্ন দলে কলসিন্দুরের ১২ খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: