লাইফ সাপোর্টে এরশাদ, ঠিকমতো কাজ করছে না ফুসফুস কিডনি

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শরীরের ফুসফুস ও কিডনি ঠিকভাবে কাজ করছে না চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের এই তথ্য জানিয়েছেন।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানান এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘উনার শরীরের কোনো অর্গান ঠিকমতো কাজ করছে না। তার কিডনি ফাংশন পুরোপুরি চালু নয়। ফলে শরীরের বর্জ্যগুলো বের হতে পারছে না। এছাড়া তার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্টও বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘এই অবস্থায় অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়ার পরও কাজ হচ্ছিল না। তখন ডাক্তাররা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তাই বৃহস্পতিবার বিকাল থেকে এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

জিএম কাদের আরও বলেন,‘সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। এরশাদের রিপোর্টগুলো ইমেইলে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে, রোগীর অবস্থা ভেরি ভেরি ভেরি রিস্কি। এ অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেয়ার মতো কোনো পরিস্থিতি নেই।’

 

টাইমস/এসআই

 

 

Share this news on: