গাজীপুর স্পিনিং মিলে আগুন, নিহতদের পরিবার পাবে এক লাখ টাকা

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবার এক লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

বৃহস্পতিবার  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেয়া হবে।

গত মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিক নিহত হয়েছেন।

আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম বলেন, ‘একজন শ্রমিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের পাশে শ্রম মন্ত্রণালয় আছে, থাকবে সব সময়।’

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় এক হাজার ২০০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পরপরই ফায়ার এলার্ম বেজে উঠলে সব শ্রমিক বেরিয়ে আসতে পারলেও আর কেউ ভেতরে আছে কি না দেখতে গিয়ে নিহত হন ছয়জন।

 

টাইমস/এসআই

Share this news on: