আমাকে উত্ত্যক্ত করার খবর মিথ্যা: ইউএনও ফারজানা

বাসে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম।

সোমবার বাংলাদেশ টাইমসকে ফারজানা খানম বলেন, 'ওই তরুণের সঙ্গে আমার কোনো ধরনের ঝামেলা হয়নি। ঢাকায় থেকে রোববার বিকালে বিআরটিসির বাসে করে কর্মস্থল দুর্গাপুরে আসছিলাম। পথে শ্যামগঞ্জ মোড় থেকে শিমুল শেখ(২৫) নামে এক তরুণ বাসে ওঠেন। তার কিছুক্ষণ পর বাসের এক সহকারীর সঙ্গে তার তর্ক-বিতর্ক হয় ও পরে মারধর করে। এমনকি বাসের অন্যান্য যাত্রীদের সঙ্গে বাজে আচরণ করে ওই তরুণ। আমার সামনেই ঘটনাটি ঘটে।'

তিনি আরো বলেন, 'আমার মনে হয়েছে বিষয়টি ভ্রামামাণ আদালতের এখতিয়ারভুক্ত। তাই আমি তাদের বিষয়টি জানাই। পরে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে এক মাসের কারাদণ্ড দেয়।'

দণ্ডিত শিমুল শেখ (২৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের মাহতাব শেখের ছেলে।

 

টাইমস/এসআই

Share this news on: