নিয়োগ পাওয়ার আগেই পুলিশ পরিচয়ে চাঁদাবাজি!

পুলিশে নিয়োগ পাওয়ার আগেই চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাকিবুল হাসান শান্ত নামে এক যুবক।

তিনি যশোরে সদ্য শেষ হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে মনোনীত ১৯৩ জনের একজন।

যশোর শহরতলী পালবাড়ি গাজীরঘাট এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে তিনি।

মঙ্গলবার দুপুরে যশোর শহরের সিটি প্লাজায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে তাকে আটক করে পুলিশে দেয় ব্যবসায়ীরা।

সিটি প্লাজার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে এসএস ফ্যাশন হাউজে গিয়ে পুলিশের নায়েক পরিচয় দিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন শান্ত।

শান্তর পরিচয় নিশ্চিত হতে দোকান মালিক খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে যশোরে কোনো পুলিশের নায়েক নেই। এরপর সিটি প্লাজার ব্যবসায়ীরা তাকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয়।

জানা গেছে, এরই মধ্যে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শান্ত আটক হলো।

কোতোয়ালি থানার ওসি সমীর কুমার সরকার জানান, ঘটনাস্থলে গিয়ে শান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়।

পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অপরাধে মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ