কক্সবাজারের তীরে ভেসে আসা ট্রলারে ৬ জনের লাশ

কক্সবাজার সৈকতে ভেসে আসা ট্রলার থেকে ছয় জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  তাছাড়া আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোররাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল ও নাজিরার টেক পয়েন্ট থেকে এসব মৃতদেহ ও জীবিত জেলেদের উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে জীবিতরা হলেন, ভোলা চরফ্যাশন এলাকার ওয়াজউদ্দিনের ছেলে জুয়েল (৩৫) ও মোহাম্মদ মনির হোসেন (৪৫)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জুয়েল জানান, গত ৭ জুলাই ভোলা থেকে তারা ১৫ জন ট্রলারটি নিয়ে বের হন। বৈরী আবহাওয়ায় পড়ে তাদের ট্রলার ডুবে গেছে এতটুকু তার মনে আছে। এরপর তারা কোথায় গেছে কি অবস্থা হয়েছে তার কিছুই মনে নেই।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, সকালে খবর পেয়ে নাজিরার টেক থেকে দুইজন এবং সিগাল পয়েন্ট থেকে চারজনসহ মোট ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দুইজনকে। ধারণা করা হচ্ছে তারা সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন। আর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।

 

টাইমস/এসআই

 

Share this news on: