ত্রিশালে স্কুলছাত্রদের মানববন্ধনে পুলিশে লাঠিপেটার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জাকিরের বদলির আদেশ প্রত্যাহার চেয়ে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে স্থানীয় নজরুল একাডেমি স্কুলের শিক্ষার্থীরা। পুলিশ স্কুলছাত্রদের ওই মানববন্ধনে লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশের লাঠিপেটায় আহত নজরুল একাডেমি একজন শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছে স্কুলের অন্তত ১০ জন শিক্ষার্থী।

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বৃহস্পতিবার সকালে চীনের রাষ্ট্রদূত ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহে যান। সে সময় শিক্ষার্থীরা ত্রিশালে মহাসড়ক অবরোধ করে রাখলে তাদের সরিয়ে দেয়া হয়। তবে লাঠিপেটা করা হয়নি।

ইউএনও আবদুল্লাহ আল জাকির আনুমানিক ছয় মাস আগে ত্রিশালে আসেন। তিনি আসার পর নজরুল একাডেমি বিদ্যালয়ে অনেক ইতিবাচক পরিবর্তন আসে। আবদুল্লাহ আল জাকির বিদ্যালয়টির গুণতম মান বাড়ানোর জন্য মাঝেমধ্যে নিজে ক্লাস নিতেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান, উপস্থিতি বাড়ার পাশাপাশি নিয়মিত অ্যাসেম্বলি হচ্ছে। ইউএনও স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে নিয়মিত অভিভাবক সমাবেশ করতেন। এসব কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউএনওকে বিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তনের কৃতিত্ব দেন। গত ৮ জুন ইউএনও আবদুল্লাহ আল জাকিরের বদলির আদেশ হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করতে শুরু করে বলে স্থানীয়রা জানান।

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করে। মানববন্ধনে আচমকা পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করতে শুরু করে। লাঠিপেটায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। নিশাত সরকার নামের একজন শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান দাবি করেন, সকালে চীনের রাষ্ট্রদূত ময়মনসিংহে যান। রাষ্ট্রদূত যখন ভালুকা ছাড়িয়ে ময়মনসিংহে দিকে যাচ্ছিলেন, তখন শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। রাষ্ট্রদূতের বিষয়টি তাদের বুঝিয়ে বলার পর কয়েকজন শিক্ষার্থী নিজেদের হাতে ব্লেড দেখিয়ে নিজেদের হাত কাটার হুমকি দেয়। একজন শিক্ষার্থী ব্লেড দিয়ে নিজের হাত কেটেও ফেলে। পুলিশ শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলে। কিন্তু লাঠিপেটা করা হয়নি।

 

টাইমস/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024