সকালে হাঁটতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের

পাবনার পাকশী এলাকার বাঘইল চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের পরিচালক সিরাজুল ইসলাম। তিনি ডায়াবেটিসে আক্রান্ত। প্রতিদিন সকালে রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন।

রেললাইনটি সমতল থেকে প্রায় ২০ ফুট ওপরে। এ সময় রেললাইন দিয়ে মৈত্রী ট্রেনের একটি ইঞ্জিন ঈশ্বরদী জংশন স্টেশন থেকে দর্শনার দিকে যাচ্ছিল। একপর্যায়ে ইঞ্জিনের সঙ্গে সিরাজুল ধাক্কা খান। তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে নিহত হন।

শুক্রবার সকালে উপজেলার পাকশী রেলস্টেশনের অদূরে বাঘইল রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের (৪৮) বাড়ি পাকশীর বাঘইল গ্রামে। ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) জোবায়ের আরিফীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ