ক্ষতিপূরণ চাওয়া ডেঙ্গু রোগীর বাসায় মেয়র সাঈদ খোকন

রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলামের ডেঙ্গু আক্রান্ত স্ত্রী সুমি আক্তারকে দেখতে তার বাসায় গেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে বৃহস্পতিবার উকিল নোটিস পাঠান ওই আইনজীবী। তার একদিন পর সেই রোগীকে দেখতে গেলেন মেয়র।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের একজন সম্মানিত নাগরিক ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন। সেটি আমাদের আইনজীবীরা দেখবেন। কিন্তু আমি মনে করেছি, একজন মেয়র হিসেবে একজন সংক্ষুব্ধ নাগরিকের পাশে আমার থাকা প্রয়োজন। সে মানবিক বোধ থেকে আমি তার বাসায় তার স্ত্রীকে দেখতে এসেছি।’

সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘ডেঙ্গু মোকাবেলায় আমরা কার্যক্রম পরিচালনা করছি। অচিরেই সম্মানিত নগরবাসীকে ডেঙ্গুমুক্ত শহর উপহার দেব আমরা।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্পোরেশনের পাশাপাশি নাগরিক সচেতনতার ওপর জোর দেন মেয়র।

আইনজীবী তানজিম সাংবাদিকদের বলেন, ‘আমার আইনি নোটিস শুধু ক্ষতিপূরণ নয়, প্রতিবাদের একটি ভাষা। আমি চাই, আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হোক। নগর কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেতন থাকুক।’

 

টাইমস/এসআই

Share this news on: