মারা গেছেন বরিশালে কাভার্ডভ্যান চাপায় আহত সার্জেন্ট

বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢামেক ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুল খান জানান, মঙ্গলবার বেলা ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সোমবার বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্ব পালন করার সময় ঢাকা থেকে বাকেরগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন সার্জেন্ট কিবরিয়া। আহত গোলাম কিবরিয়াকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকায় আনা হয় এবং ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়।

সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

নলছিটি থানা পুলিশ সোমবারই কভার্ডভ্যান চালক জলিল সিকদারকে (৩০) আটক করেছে। আটক জলিল সিকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুচ্ছামারি এলাকার বাসিন্দা।

আটক কাভার্ডভ্যানের চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। সোমবার দিবাগত রাতে বরিশাল নগরের বন্দর থানায় ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে বেপরোয়া গতিতে যান চালানো, সংকেত অমান্য, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির (মোটরসাইকেল) ক্ষতিসাধন, হত্যার উদ্দেশ্যে আক্রমনসহ সাতটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ