ভারী বর্ষণে ফুলপুরে ভয়াবহ বন্যা, ফসলের ব্যাপক ক্ষতি

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়েছে।

টানা বর্ষণে উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের প্রায় সকল এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া উপজেলার রূপসী, বালিয়া, বওলা ও ভাইটকান্দি ইউনিয়নের আংশিক বন্যার পানিতে তলিয়ে গেছে।

বন্যা প্লাবিত এলাকার আমন ধানের বীজতলা, আউশ ধান ও সবজিসহ কৃষি জমি তলিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের ফিশারী ডুবে মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।

রূপসী বাজার সংলগ্ন ব্রিজের সংযোগ সড়ক ভেঙে স্বাভাবিক যাতায়াত বন্ধ রয়েছে। এছাড়াও অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

 

টাইমস/এইচইউ

Share this news on: