২৯ জুলাই রেলের টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২৯ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে।

গত ঈদের মতো এবারও কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি ফুলবাড়িয়া, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে আগাম টিকেট কেনা যাবে।

২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে বলে জানান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিহির কান্তি গুহ। ১২ অগাস্ট ঈদ ধরে টিকেট বিক্রি করবে রেলওয়ে।

২৯ জুলাই বিক্রি করা হবে ৭ আগস্টের অগ্রিম টিকেট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের টিকেট বিক্রি হবে। এছাড়া ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্ট ট্রেন যাত্রার টিকেট বিক্রি হবে।

ঈদের ফিরতি টিকেট ৫ অগাস্ট থেকে বিক্রি শুরু হবে। ৫ আগস্ট বিক্রি হবে ১৪ আগস্টের টিকেট। একইভাবে ৬, ৭, ৮ ও ৯ আগস্ট যথাক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি হবে।

 

টাইমস/এসআই

Share this news on: