সদরঘাটে ধসে পড়া ভবন থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

রাজধানীর সদরঘাটে ধসে পড়া দোতলা ভবনটির ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাটুয়াটুলী এলাকার ওই ভবনটির নিচ থেকে বুধবার রাত ৮টার দিকে জাহিদুল ব্যাপারীর (৬০) লাশ উদ্ধার করা হয়। পরে রাত ১২টার দিকে তার ছেলে শফিকুল ব্যাপারীর(১৮) লাশ ধ্বংসস্তূপের নিচে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বলেন, রাত ৮টার দিকে জাহিদুলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে রাত ১২টায় শফিকুল ব্যাপারীর মরদেহ ধ্বংসস্তূপের নিচে পাওয়ার কথা গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। তারপর থেকে সেখানে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাড়ির মালিক জাহিদুলের আত্মীয় সালাম বলেন, জাহিদুল এই এলাকায় ফল ব্যবসা করে। তার ছেলে তাকে সহযোগিতা করে। তারা দুজনই এই বাড়িতে থাকত।

কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান জানান, সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেইনের ওই দোতলা ভবনটির মালিকানা সরকারের কোনো সংস্থার। তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

আরও পড়ুন...

সদরঘাটে ধসে পড়া ভবন থেকে একজনের লাশ উদ্ধার

 

টাইমস/এইচইউ

Share this news on: