মদের ব্যবসা ছাড়ায় গাজীপুর পুলিশের রিকশা উপহার

অবৈধ মদ উৎপাদন ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়ায় চারজনকে রিকশা উপহার দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই গ্রামের আরও ৭০টি পরিবারের সদস্য চোলাই মদ তৈরি বন্ধের অঙ্গীকার করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সদর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তাদের হাতে রিকশাগুলো তুলে দেয়া হয়।

রিকশা উপহার পাওয়া ব্যক্তিরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের বনগ্রাম এলাকার চন্দ্র মোহনের ছেলে সুশীল বর্মণ (৩৫), ধীরেন্দ্র বর্মণের ছেলে দুর্জয় বর্মণ(২২), দেবেন্দ্র বর্মণের ছেলে মঙ্গল বর্মণ (৪৫) এবং হীরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে বিশ্বনাথ চন্দ্র বর্মণ (৪৮)।

গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বনগ্রামের প্রায় ৭০টি পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোলাইমদ তৈরি এবং বিক্রি করে আসছিল। পুলিশ একাধিকবার ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ মদ তৈরির কারখানা ও তৈরির সরঞ্জামাদি ধ্বংস করলেও নির্মূল করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের কাছে ওই গ্রামের চোলাই মদ ব্যবসায়ী শতাধিক নারী-পুরুষ আত্মসমর্পণ করে দেশীয় চোলাই মদ প্রস্তুত ও বিক্রয় করবে না বলে অঙ্গীকার করে। স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওই গ্রামের ৪ ব্যক্তিকে ৪টি রিকশা উপহার দেয়া হয়।

রিকশা হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু লাইচ ইলিয়াস মোহাম্মদ জিকু, ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম ও সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024