দুপুর থেকে লঞ্চ চলতে শুরু করেছে বরিশালে

লঞ্চ মালিক সমিতির বৃহস্পতিবার সকালে ডাকা ধর্মঘট দুপুর আড়াইটায় প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচল করা কোনো লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বরিশালে দুপুরের পর থেকে লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হয়।

বুধবার থেকে নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ১১ দফা দাবি আদায়ের জন্য লাগাতার কর্মবিরতি শুরু করে। ওই দিন বিকালে  যাত্রীবাহী লঞ্চ কর্মবিরতির আওতামুক্ত ঘোষণা করে তারা। কিন্তু পরবর্তীতে রাতে লঞ্চ মালিক সমিতি আকস্মিক লঞ্চ পরিচালনা বন্ধের ঘোষণা দেয়।

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘কোটি কোটি টাকার সম্পদ একটি লঞ্চ। আর সেই লঞ্চ ফেলে রেখে শ্রমিকরা মালিকদের কাউকে কিছু না বলে হঠাৎ করেই কর্মবিরতিতে গেছে। অন্তত কর্মবিরতিতে যাওয়ার আগে আমাদের বলতে পারতো তাদের কি সমস্যা, তাও বলেনি। আর তারা প্রতিবার ঈদের আগে এমনটা করে।’

নৌ- যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বদিউজ্জামান বাদল জানান, পবিত্র হজ, বন্যা এবং মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই লঞ্চ চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা।

 

টাইমস/এসআই

Share this news on: