ময়মনসিংহে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদ্রাসাছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করে মুখ ও হাতের একাংশ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার তারাটিয়া গ্রামের গফরগাঁও-হোসেনপুর সড়কে এ ঘটনা ঘটে।

এসিডদগ্ধ ওই ছাত্রীর নাম মিনহা (১৮)। মিনহা উপজেলার আনসারনগর গ্রামের সালাউদ্দিন খানের মেয়ে ও পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, অন্যান্য দিনের মতোই শনিবার সকালে বাড়ি থেকে পায়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিলেন মিনহা। তারাটিয়া গ্রামের বাঘের বাড়ির কাছে এলে একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত তার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার মুখের একাংশ, মুখের নীচের অংশ ও ডান হাতের একাংশ ঝলসে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

কী কারণে তার ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে তা আপাতত বলা যাচ্ছে না। তবে দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on: