এক কোটি খেজুরের বীজ রোপণ হবে বরিশালে

পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্তে ও জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বরিশালে এক কোটি খেজুর গাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

ব‌রিশা‌লের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার বেলা ১১টার দিকে এ কর্মসূ‌চির উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জেলা প্রশাসকের আয়োজনে ও বন অধিদপ্তর বরিশালের সহযোগিতায় শনিবার সকালে জেলার দশটি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ির চারপাশে এবং প্রত্যেক গ্রামীণ সড়কের পাশে একযোগে ১০ লাখ খেজুর গাছের বীজ বপন করা হয়েছে। আগামী তিন মাসে ১০ উপজেলায় প্রায় এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হ‌বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভা‌গের উপ-প‌রিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদসহ জনপ্রতিনিধি এবং পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

টাইমস/এসআই

Share this news on: