গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

বেতন ও ঈদের বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে ওশিন স্পিনিং মিলসের কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, গত কয়েক মাস যাবৎ বেতনের টাকা ঠিক সময়ে পাচ্ছেন না। তারা ঈদের আগেই বেতন ও বোনাস দাবি করে আসছিল প্রতিষ্ঠানটির মালিকের কাছে। কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে গাজীপুরের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে বিক্ষোভকারীরা কারখানায় চলে যান।

পরে পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টায় ঈদ বোনাস এবং শুক্রবার এক মাসের পূর্ণ বেতন দেয়া হবে বলে ওশিন স্পিনিং মিলসের এজিএম আবু হানিফ আশ্বাস দেন শ্রমিকদের।

 

টাইমস/এসআই

Share this news on: