নগরবাসীর সুরক্ষায় চট্টগ্রামে কাজ করবে ৪ হাজার পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)।  নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি না থাকলেও নগরবাসীর নিরাপত্তায় ৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

তিনি  জানান,  নগরের বিভিন্ন এলাকায় সিএমপির প্রায় ৪ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। ঈদ জামাত ঘিরেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নিরাপত্তার স্বার্থে ঈদের নামাজে জায়নামাজ এবং ছাতা ছাড়া মুসল্লিদের অন্য কিছু না আনার অনুরোধ করা হচ্ছে।

সিএমপি কমিশনার বলেন, নগরের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশের পাশাপাশি টহল পুলিশের কার্যক্রম বাড়ানো হবে। তবে যারা ঈদে গ্রামের বাড়ি যাবেন, তারা যেনো বাসা-বাড়ি ভালোভাবে তালা দিয়ে যান। আর এডিস মশা প্রতিরোধে গ্রামের বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সবাই বের হবেন।

ঈদ এলে ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এসব বিষয়ে সিএমপি বরাবরের মত এবার তৎপর আছে বলে জানান তিনি। সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় কাজ করবেন বলে তিনি জানান।

 

টাইমস/এসআই

Share this news on: