ঈদের আগেই ঈদ উদযাপন বরিশালে

সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদপযাপনের এক দিন আগে রোববার বরিশালের কয়েকটি জেলায় ঈদ পালিত হয়েছে।

রোববার সকাল ৯টায় বরিশাল ২৩ নং ওয়ার্ডে তাজকাঠিস্থ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শহরের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ-মমতাজিয়া জামে মসজিদে এবং জিয়া সড়ক শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক পৃথক জামাতে কয়েক হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে-হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে-পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ, মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামে তালুকদার চর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় চেয়ারম্যান বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে। বাবুগঞ্জের কেদারপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মাধবপাশা দুয়ারীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, উজিরপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে চরকালেখা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হিজলা উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শ্রীরামপুর গ্রামের শ্রীরামপুর দরবার শাহ্ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে। কোলচর গ্রামে কোলচর শাহ্সুফি মমতাজিয়া মসজিদে শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন।

বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামে-সুন্দরকাঠি দরবার শরীফে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলায় ১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফলে ওই সব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: