টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রীকে হত্যা করে লাশের টুকরো নদীতে

গাজীপুরের শ্রীপুরে টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে শীতলক্ষ্যা নদীতে ফেলে পালিয়ে গিয়েছিলেন স্বামী। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

বুধবার বিকালে গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহার এক সংবাদ সম্মেলনে জানান, সুমি আক্তার(২৭) একটি পোশাক কারখানায় চাকরি করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। মো. মামুন(২৫) সেই টাকা চাইলে সুমি তা দিতে অস্বীকৃতি জানান। টাকা আদায়ের উদ্দেশ্যে ৮ আগস্ট রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সুমিকে অচেতন করেন মামুন। রাত একটার দিকে শ্বাসরোধে সুমিকে হত্যা করেন। পরে ধারালো একটি চাকু দিয়ে মৃতদেহ টুকরা টুকরা করেন। এরপর ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে লাশের পাঁচটি টুকরা পলিথিনে পেঁচিয়ে রেখে বাকি টুকরাগুলো ব্যাগে ভরে ঘর থেকে বেরিয়ে যান মামুন। পরে কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশের টুকরাভর্তি ব্যাগটি ফেলে দিয়ে গা ঢাকা দেন মামুন।

অভিযান চালিয়ে মঙ্গলবার সাভারের কবিরপুর এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে প্রাথমিক বর্ণনা দেন মামুন।

গ্রেপ্তার মামুন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়বাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে। নিহত সুমি আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।

সুমির ছোট বোন বৃষ্টি আক্তার মঙ্গলবার জানান, অফিস থেকে ঈদের ছুটি পেয়ে বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল সুমির। কিন্তু সেদিন বাবার বাড়িতে না যাওয়ায় সুমির স্বামী মামুনকে ফোন করেন তিনি। জানতে চাইলে মামুন বলেন, সুমি তার বাবার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবারও সুমির কোনো খোঁজ না পাওয়ায় তিনি শ্রীপুরের ভাড়া বাড়িতে এসে সুমির খোঁজ করেন। কিন্তু এসে মামুনকে বাড়িতে পাননি। মামুনের মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার সন্ধ্যায় আবারও বোনের বাড়িতে এসে খোঁজ করেন বৃষ্টি। এ সময় ঘরের ড্রেসিং টেবিল থেকে দুর্গন্ধ পেলে ড্রয়ার খুলতেই পলিথিনে মোড়ানো কয়েকটি মাংসের টুকরা দেখতে পান তিনি।

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, পলিথিনে থাকা মাংসের টুকরাগুলো একজন নারীর শরীরের অংশ বলে জানান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস।

ঘর থেকে লাশের টুকরা উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের বাকি অংশ উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম সবুর।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024
img
দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২ Apr 18, 2024
img
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা Apr 18, 2024
img
গরমে ঘরেই নিন চুলের যত্ন Apr 18, 2024