চট্টগ্রামে পুনঃনিরীক্ষায় এইচএসসিতে পাস ৪৭ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় ৩৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।তাতে নতুন ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, পুনঃনিরীক্ষায় গ্রেডে পরিবর্তন হয়েছে মোট ২৯৭ জনের, যারা আগে পাস করলেও এখন গ্রেডে উন্নতি হয়েছে। এর মধ্যে ২৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৪৭ জন ফেল থেকে পাস করেছে। অকৃতকার্য ২১ পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলেও তারা পাস করতে পারেনি।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১৭ জুলাই। পরীক্ষার ফলাফল ঘোষণার পর ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করে।

এবার চট্টগ্রামে মোট দুই হাজার ৮৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। ফল পুনঃনিরীক্ষার পর তাদের সঙ্গে আরও ২৪ জন যুক্ত হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ইংরেজির উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। ৭১৬৬ জন শিক্ষার্থী ইংরেজি প্রথম পত্র এবং ৫৮৪৯ জন শিক্ষার্থী দ্বিতীয় পত্রের জন্য আবেদন করেন।

 

টাইমস/এসআই

Share this news on: