৭ লাখ টাকা হাতিয়ে নেয়া ‘জিনের বাদশা’ দম্পতি গ্রেপ্তার

‘জিনের বাদশা’ সেজে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়াই ছিল এই দম্পতির কাজ। সম্প্রতি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেয় মো. ইউসুফ হাওলাদার (৪৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)।

ভুক্তভোগী ওই নারী কোতোয়ালি মডেল থানায় ইউসুফ ও সাহিদার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।

মামলার পর রোববার রাতে শহরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজারসংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করে বরিশাল নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, ইউসুফ ও সাহিদা জিনের বাদশা সেজে প্রতারণার আশ্রয় নিয়ে ওই নারীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ খায়রুল আলম জানান, গ্রেপ্তার দম্পতিকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ইউসুফ ও সাহিদা বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলেরহাট এলাকার বাসিন্দা। তারা শহরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

 

টাইমস/এসআই

Share this news on: