হাসপাতাল ফটকে নবজাতককে রেখে উধাও অভিভাবক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে উধাও হয়ে গেছে অভিভাবক। পরে হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার হাসপাতালের দ্বিতীয় ফটকের অভ্যন্তরে গেইটের পেছনে থেকে ওই নবজাতককে উদ্ধার করে আনসার সদস্যরা।

জানা গেছে, হাসপাতালের দ্বিতীয় ফটকের অভ্যন্তরে গেইটের পেছনে কান্না করছিল এক নবজাতক। কান্না শুনে এগিয়ে যান কর্মরত আনসার সদস্য রূপক ও তোফায়েল। কাছে গিয়ে কাপড়ে মোড়ানো নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তারা। এসময় সন্ধান করেও শিশুটির কোনো বৈধ অভিভাবক পাননি তারা।

পরে আনসার সদস্যরা হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মনজুর আহমদের কাছে নবজাতকে হস্তান্তর করেন। সেখান থেকে পাঠানো হয় কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, বর্তমানে ওই নবজাতকটি পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: