সিলেটের সুরমা তীরে পরিচ্ছন্নতায় তিন ব্রিটিশ এমপি

সিলেটের সুরমা নদীর দুই তীরে ফেলা ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টির তিন এমপির নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার দুপুরে সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে ২২ সদস্যের প্রতিনিধি দল। ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’ প্রকল্পের সঙ্গে একাত্ম হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন তারা।

গত ২১ জুন ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’নামে দীর্ঘমেয়াদী একটি প্রকল্প উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এই তিন ব্রিটিশ এমপি হচ্ছেন- কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অ্যান মেইন, ভাইস প্রেসিডেন্ট পাউল স্কলি এবং বব ব্ল্যাক মেন। প্রায় দুই ঘণ্টার পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরীর ক্বিন সেতুর দক্ষিণ প্রান্তের একাংশ পরিষ্কার করা হয়।

এসময় ব্রিটিশ কনজারভেটিভ পার্টি'র তিন এমপি বলেন, সিলেটের সঙ্গে ব্রিটেনের রয়েছে ঐতিহ্যবাহী সম্পর্ক। এখানকার তরুণরা যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা দৃষ্টান্তমূলক। তাদের সঙ্গে পরিবেশ রক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আমরা গর্বিত।

এ প্রকল্পের সাফল্য কামনা করে তারা জানান, প্রয়োজনে ব্রিটেন ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’প্রকল্পে সহায়তা করতে আগ্রহী।

কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মেহফুজ চৌধুরী জানান, ব্রিটিশ এমপিদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছে। আগামী ২০ সেপ্টেম্বর তারা ফিরে যাবেন। সফরকালে তারা সিলেট, কক্সবাজার ও ঢাকায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। তিনি জানান, এবার তাদের প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শাপলা’।

সোমবারের এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অব সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অব সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

 

টাইমস/এইচইউ

Share this news on: