বগি উদ্ধার, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক  

লাইনচ্যুত হওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টার দিকে শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এসময় বিকট শব্দে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে। বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। এর ৫ মিনিট পরই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন...

তিস্তা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

 

 

টাইমস/এইচইউ

Share this news on: