বরিশালে পুলিশের মাথা ফাটিয়ে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

পুলিশ কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একসঙ্গে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ৬০ ভরির বেশি স্বর্ণ, ১০০ ভরির বেশি রুপা ও নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার এক উপসহকারী পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন। আহত এএসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে কলসকাঠি বাজারে একদল ডাকাত হানা দেন। ডাকাত দলের সদস্যরা ২-৩টি স্পিডবোটে করে কলসকাঠি বাজারে আসেন। শুরুতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে একজন নৈশ প্রহরীসহ বাজারে থাকা বেশ কয়েকজনকে ধরে নিয়ে পেছন থেকে হাত বেঁধে ফেলেন। এরপর সবাইকে বাজারের সেবা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে নিয়ে আটকে রাখেন। ঘটনার কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং ডাকাতদলের ৪-৫ সদস্যকে দেখে চ্যালেঞ্জ করে। এর মধ্যেই পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই জসিমের পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ডাকাত দলের সদস্যেরা। এরপর তাকেসহ অন্যদের হাত পেছন থেকে বেঁধে ওই ফার্মেসিতে নিয়ে আটকে রাখে।

বাজারের লক্ষ্মী জুয়েলার্স, কলসকাঠি অলংকার ভবন, কানাই কর্মকারের স্বর্ণের দোকান, পাল অলংকার ভবন, সোনার গয়না ভবনসহ ছয়টি স্বর্ণের দোকানে লুটপাট চালান ডাকাতেরা। ডাকাত দলটি তাদের ৬০ ভরির ওপর স্বর্ণ, ১০০ ভরির ওপর রুপা ও নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ব্যবসায়ীরা জানান।

খবর পেয়ে থানা-পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ওই বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024