সিলেটে ১৭ বছর পর জনসভায় যোগ দিচ্ছেন শেখ হাসিনা

দীর্ঘ ১৭ বছর পর শনিবার সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ তিনি অষ্টম সংসদ নির্বাচনের সময় ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর জনসভায় বক্তব্য দেন। নবম সংসদ নির্বাচনের প্রচারণায় সিলেট আসেননি তিনি। ২০০৮ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনের সময় তিনি নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত জনসভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে যোগ দিয়েছিলেন। বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত গত সংসদ নির্বাচনের সময় কোনো জনসভা হয়নি।

শনিবারের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জনসভা সামনে রেখে উজ্জীবিত চার জেলার আওয়ামী লীগ।

সিলেট সফরকালে তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.), হযরত শাহপরান (র.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (র.)এর মাজার জিয়ারত করবেন।

এছাড়াও বেলা আড়াইটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দেবেন।

জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

টাইমস/ কেআরএস

Share this news on: