কিছু মেয়ে নিজ থেকে ঝামেলা বাঁধিয়ে ছেলেদের বিপদে ফেলে!

সব ছেলেই চালবাজি করে না, মেয়েরাও করে। হলের সামনে একজনের হাত ছেড়ে নীলক্ষেত জ্যাম পার হয়ে অন্য কারো হাত ধরে পূর্বজনকে অস্বীকার করতেও দেখেছি। সব ছেলেই মেয়েদের দিকে কু-নজরে তাকায় না, কিছু মেয়েও নিজ থেকে ঝামেলা বাঁধিয়ে ছেলেদের বিপদে ফেলে কারণ এটার মার্কেট ভালো যে, সে মেয়ে।

সব ছেলেই গার্লফ্রেন্ড রেখে অন্যমেয়েদের সাথে ব্লা ব্লা এমনটাও না, কিছু মানুষ সত্যি ভালবেসে ঠকে যায় নিরবে। বাসে শুধু মাত্র ধর্ষণ হয় তা নয় বহুপুরুষ মা-বোনদের বসতে দিয়ে নিজের সিট ছেড়ে দেয়।

সব পুরুষই ভোগের তৃপ্তি করে না, কিছু পুরুষ অন্যের ভোগের জন্য ত্যাগ করে। অপরাধের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য উচিত না। অপরাধীর পরিচয় সে অপরাধী হোক সে ছেলে বা মেয়ে। বেশকিছুদিন যাবত সাময়িক বিষয়গুলোতে পুরুষদের এমন ভাবে উপস্থাপন হচ্ছে সে ধর্ষকই পুরুষ নয় পুরুষই ধর্ষক।

এতে করে পুরুষ বিষয়টা ভয়ে পরিণত হচ্ছে অমার কাছে। সব পুরুষ খারাপ না, আপনার দেখা পুরুষ কারো ভাই, কারো বাবা, কারো স্বামী, কারো পরিবারের শেষ সম্বল। অপরাধীদের সামনে আনুন, পুরুষকে নয়।

রিফাত হত্যায় মিন্নির ফাঁসির রায়কে সাধুবাদ জানাই। এই বাংলায় অপরাধীর বিচার হোক সমানভাবে!

 

লেখক : তানিয়া আক্তার তাপসী
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

টাইমস/জেকে

Share this news on: