'শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক নেতিবাচক হচ্ছে'

যাই হোক ভালো শিক্ষক হতে অনেক গুণাবলির সমন্বয় চাই। তেমনি ভালো শিক্ষার্থীর রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য। সব ছাত্র মেধাবি হবে তা নয়; কিন্তু পড়াশোনা করে ভালো মানুষ হবে এটা শিক্ষার অন্যতম লক্ষ্য।

শিক্ষার্থী  নৈতিকতা ও মূল্যবোধ শিখে নিজের আচরণ সুন্দর করবে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এটাই কাম্য।

অধ্যয়ন ও জানার আগ্রহ, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, নমনীয়তা, শিক্ষকের প্রতি অনুগত থাকা, কৃতজ্ঞতাবোধ ইত্যাদি গুণ ভালো শিক্ষার্থীর থাকা চাই।

শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক খারাপ হলে কখনো আদর্শ শিক্ষা সম্ভব নয়। শিক্ষক শিক্ষার্থীর কল্যাণে সজাগ থাকবে,তেমনি শিক্ষার্থী তার গুরুজনের প্রতি বাধ্য ও বিনয়ী থাকবে। 

রাজনীতি, নীতি নৈতিকতার অভাব, অপসংস্কৃতি,শিক্ষা বাণিজ্য, পারস্পরিক উদাসীনতা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক নেতিবাচক হচ্ছে; যা জাতির জন্য অশনি সংকেত।  অভিভাবক ও রাষ্ট্রের সর্বদা খেয়াল রাখতে হবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক যেন নেতিবাচক না হয়। এক্ষেত্রে সব মহলের অবদান রয়েছে। সুন্দর সমাজ ও জাতি তৈরিতে সবার অংশগ্রহণ চাই।

 

লেখক: শফিকুল ইসলাম

প্রভাষক (হিসাববিজ্ঞান বিভাগ)

মৌলভীবাজার সরকারি কলেজ

 

 

টাইমস/এসআই

Share this news on: