গৌরীপুরে ৪ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিলেন ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে উপকরণ উপহার দেয়া হয়। উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে এসব উপহার প্রদান করা হয়।

শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে- পরীক্ষার রুটিন, কলম, স্কেল ও ফাইলবেগ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নেতা মিজান ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে যান। এসময় তিনি কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দেন। এরপর মিজান দলীয় নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়নের বাকি বিদ্যালয় ও বাড়ি বাড়ি ঘুরে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করেন।

এসব উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পারভেজ মিয়া নামে এক পিইসি পরীক্ষার্থী বলেন, মিজান ভাই উপহার নিয়ে বাড়িতে আসবেন ভাবতেই পারিনি। পরীক্ষার আগে উপহার পেয়ে আমি খুব খুশি হয়েছি।

উপহার বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৯নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান জয়কুল প্রমুখ।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে শিক্ষার্থীদের সকল ভালো কাজে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আমার ২নং গৌরীপুর ইউনিয়নের ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক পিইসি পরীক্ষার্থীকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দিতে পেরে আমি আনন্দিত।

 

টাইমস/এইচইউ

Share this news on: