‘ভোটে কারচুপির ঘটনা ঘটেনি’

নির্বাচনে কারচুপির কোন ঘটনা ঘটেনি দাবি করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ভোট দেওয়ার হার স্বাভাবিক ও প্রত্যাশিত। কোন ভোট কারচুপির ঘটনা ঘটেনি। আমাদের নির্বাচন ছিল গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ।

সোমবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেছেন।

নির্বাচনের চিত্র তুলে ধরে জয় ‍লিখেছেন, ২৯৮ আসনের মধ্যে ২৬৭ আসনে আওয়ামী লীগ, ২০ আসনে জাতীয় পার্টি, ৭ আসনে বিএনপি, ৪ আসনে অন্যান্যরা জিতেছে। একটি আসনের তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে । সারা দেশে ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। একটি মাত্র আসনের নির্বাচন হয়নি, কারণ সেখানে বর্তমানে শুধু একজন প্রার্থী। এই নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৮০ শতাংশ। ১৯৯১ সালে ভোট দেওয়ার হার ছিল ৭৪ দশমিক ৯৬ শতাংশ, ২০০১ সালে ছিল ৭৫ দশমিক ৫৯ শতাংশ আর ২০০৮ সালে সর্বোচ্চ ৮৭ দশমিক ১৩ শতাংশ।

তিনি বলেন, দেশে এখন ১১টি সংবাদের টেলিভিশন চ্যানেল আছে। কোনো চ্যানেলেই আমরা কারচুপির কোনো ঘটনা দেখিনি। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছিল। দেশে বর্তমানে ১৩ কোটির মতো মোবাইল ফোন গ্রাহক আছে। বেশির ভাগ মোবাইলেই ক্যামেরা আছে। যেকোনো অসংগতি খুব সহজেই মানুষ রেকর্ড করতে পারেন। মোবাইল ইন্টারনেট পুনরায় চালু করার পরও তেমন অনিয়মের প্রমাণ কিন্তু আমরা দেখিনি।

বিদেশি পর্যবেক্ষকদের বরাত দিয়ে বলেন, সব বিদেশি পর্যবেক্ষকই বলেছে, সহিংসতায় প্রাণ হারান ১৭ জন, যার মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী, একজন আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি জামাত কেন্দ্র দখলের সময় গুলি করে একজনকে হত্যা করে, ৬ জন বিরোধিদলীয়।

নবনির্বাচিত শেখ হাসিনাকে সবাই অভিনন্দন জানিয়েছে উল্লেখ করে জয় বলেন, আমাদের অঞ্চলের সব রাষ্ট্র ও সরকারপ্রধানই আমাদের অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম আমার মাকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আমার সহপাঠী ও ভুটানের রাজা, চীনের প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি অভিযোগ করেন, সিএনএন, বিবিসি ও অন্যান্য পশ্চিমা গণমাধ্যম আমাদের দেশের সংবাদ, আমাদের দলের ও নির্বাচন কমিশনের সব বিবৃতি অগ্রাহ্য করেই তাদের মতো সংবাদ পরিবেশন করে যাচ্ছে । শুধু সেগুলো আর বিরোধী দল, আনফ্রেল ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের অভিযোগের ভিত্তিতেই তারা নিউজ করে যাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক ও পক্ষপাতদুষ্ট।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: