রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোমেন

রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যান তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মীনি সেলিনা মোমেন।

এর আগে রাত ৭টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

দেখা করতে গেলে ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। ড. মোমেন ও তাঁর সহধর্মিনী ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করেন এবং কুশল বিনিময় করেন।

ড. মোমেন জানান, বঙ্গভবনে অবস্থানকালে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন, চলমান রাজনৈতিক বিষয় ও সিলেট-১ আসনে তার নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি বলেছেন- সিলেট-১ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন। নির্বাচনে এই আসনের দিকে সবার নজর ছিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলের দুশ্চিন্তা দূর হয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে ড. মোমেনের বড় ব্যবধানে এই বিজয়ের জন্য রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানিয়েছেন।

ড. মোমেন রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সিলেটে সবসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান। তবুও নির্বাচনকে কেন্দ্র করে অনেকে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করেছেন। কিন্তু, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের প্রতি নির্দেশ ছিল কোন অবস্থায় পরিবেশ নষ্ট করা যাবে না। ধৈর্যধারণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলে সিলেটে আওয়ামী লীগের এই বড় বিজয় নিশ্চিত হয়েছে। রাষ্ট্রপতি এসব বিষয় শোনে সন্তোষ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হন ড. মোমেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৬৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৮৫১ ভোট।

টাইমস/কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024