ইশরাকের গণসংযোগে হামলা-সংঘর্ষ : আহত ১০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। বিএনপির দাবি, আওয়ামী লীগ সমর্থকদের হামলার পরে ঘটনাটি সংঘর্ষে রুপ নেয়। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে ইশরাক হোসেন নেতাকর্মীদের নিয়ে ঢাকার গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণা চলাকালে ৩৯ ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কমিশনার প্রার্থী রোকনউদ্দিন আহমেদের সমর্থকরা বিএনপির কর্মী সমর্থকদের ওপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগের সমর্থকরা জানান, মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দেয়া হয়। এতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এ ব্যাপারে মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে আমরা প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর কার্যালয় থেকে অতর্কিত হামলা করা হয়েছে। ভোটের মাধ্যমে জনগণ এই হামলার জবাব দেবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: