ভোট পেছালে আ. লীগের আপত্তি নেই: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছাতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি চলাকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন পেছাবে কী না পেছাবে সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে নির্বাচন পেছালে আওয়ামী বা ১৪ দল আপত্তি করবে না।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়েই বিএনপি একাদশ সংসদ নির্বাচনে যাচ্ছে। তবে ভোট এক মাস পেছানোর দাবি জানিয়েছে তারা। অন্যদিকে ২০ দলীয় জোটও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে।

তবে সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন শেষ করতে হবে।

 

Share this news on: