সরকারের ব্যর্থতায় বহির্বিশ্বে মহাসংকটে দেশ -রিজভী

বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বড় ধরণের সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত সংক্রান্ত ভুয়া সার্টিফিকেট বেচাকেনা নিয়ে ইউরোপের দেশ ইতালির মূলধারার গণমাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়েছে। উন্নত দেশগুলোতে বাংলাদেশের অবস্থান এখন মহাবিপদের মুখে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বৈশ্বিক মহামারি করোনা শুরুর পর থেকে বর্তমান সরকার ক্রমাগত ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যখাতের লুটপাট আজ মানুষের মুখে মুখে রটে গেছে। মানুষের জীবন নিয়ে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা হাসপাতালের নামে প্রতারণার আস্তানা খুলে বসেছে।

রিজভী আরও বলেন, মহামারি করোনা নিয়ে যখন মানুষ দিশেহারা, তখন করোনার ভুয়া টেস্ট সনদ বিক্রির হিড়িক পড়েছে বাংলাদেশে। সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের ছত্রছায়ায় লালিত পালিত ব্যক্তিরা ভুয়া সার্টিফিকেট দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার ভুয়া সনদ দিয়ে বিদেশে যেতে সহায়তা করেছে। কিন্তু বিদেশে গিয়ে বাংলাদেশীরা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে বহির্বিশ্বে আজ বাংলাদেশের ভাবমূর্তি তলানীতে নেমে এসেছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী বলেন, বিদেশী গণমাধ্যমে বাংলাদেশে ভুয়া করোনামুক্তির সনদের খবর বেরিয়েছে। এরপর ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, কাতার, আরব আমিরাতসহ অনেকগুলো দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। যা লজ্জাজনক।

বিএনপির এ নেতা বলেন, ভুয়া স্বাস্থ্য সনদ নিয়ে ইতালিতে পৌঁছার পর ১৫২ জন বাংলাদেশিকে দেশটিতে ঢুকতে না দিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত দেয়া হয়েছে। এতেই প্রমাণ করে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার দেশের জনগণের স্বার্থের প্রতি কতটা উদাসীন। সরকারের দৃষ্টি শুধু প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রতি, প্রবাসীদের স্বার্থের প্রতি নয়।

 

টাইমস/এসএন

Share this news on: