খালেদার জন্মদিনে ১৫ আগস্ট কেক কাটছে না বিএনপি

কেক কেটে ঘটা করে খালেদা জিয়ার জন্মদিন পালনের আনুষ্ঠানিকতা থেকে সরে আসতে চাইছে বিএনপি। দলটির চেয়ারপারসনের জন্মদিনকে কেন্দ্র করে এ বছর ১৫ আগস্টে কেক কাটার কোনো কর্মসূচি রাখা হচ্ছে না বলেও জানা গেছে। তবে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট শনিবার পূর্বঘোষিত বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত ভার্চুয়াল বৈঠকও পিছিয়ে দেয়া হয়েছে। ওই বৈঠক ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এমনকি ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়েও এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

তবে দলটির কয়েকজন সিনিয়র নেতা জানান, দলীয় চেয়ারপারসনের জন্মদিনের বিষয়টি কখনো আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়না। অঙ্গসংগঠন ও দলের অতি উৎসাহী কিছু নেতাকর্মী প্রতি বছরই নিজেদের উদ্যোগে কেক কেটে ও ফুলের তোড়া নিয়ে গুলশান কার্যালয়ে হাজির হন। তবে ২০১৫ সালের পর থেকে ১৫ আগস্ট কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেনি বিএনপি।

এব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গণমাধ্যমকে বলেন, ম্যাডামের জন্মদিন পালনের বিষয়ে কোনো আলোচনা এখনও হয়নি। আমরা এ ধরণের কেক কাটার অনুষ্ঠান আর চাইও না। তা ছাড়া চেয়ারপারসন তো এখনো পুরোপুরি কারামুক্ত নন। আবার উনার স্বাস্থ্যগত অবস্থাও খুব একটা ভালো না। কাজেই এমন পরিস্থিতিতে জন্মদিন পালন নিয়ে বিএনপি ভাবছে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ জানান, ম্যাডামের জন্মদিন পালনের কোনো নির্দেশনা আমরা পায়নি। তা ছাড়া ম্যাডাম তো এখন কোয়ারেন্টিনে আছেন। কাজেই করোনার এই দুর্যোগে জন্মদিনকে কেন্দ্র করে বড় আয়োজনের চিন্তা করছেনা বিএনপি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024
img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024
img
ব্যবসায়ী নাসিরের মামলা : পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি Apr 18, 2024