পৌরসভা নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগের মত এবারও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে সরকার। তার দাবি অতীতের মতো এখন স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও রক্তপাত হয় না। আগামীকাল (শনিবার) ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান অবায়দুল কাদের।

চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতোমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: