মোদির সফরের বিরোধীতা পাকিস্তানি আমলের চর্চা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের বিরোধীতাকারীরা পাকিস্তানী আমলের বস্তাপচা সাম্প্রদায়িক রাজনীতি করছে বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

রোববার (২১ মার্চ) জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে জাসদ নেতারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধীতাকারীরা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছিল। আজ তারাই আবার দেশে সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। চিহ্নিত এই সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। এমনকি বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের বিরোধীতাও করছে এই গোষ্ঠী।

বিবৃতিতে জাসদের সভাপতি ও সম্পাদক দেশবাসীকে ভারত বিরোধী মনোভাব পরিহার ও মোদির সফরকে স্বাগত জানানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতি চর্চার প্রতি আহ্বান জানান তারা।

 

টাইমস/এসএন

Share this news on: