জামায়াত ছাড়ার সিদ্ধান্তে রাজ্জাককে স্বাগত জানালেন কামাল

জামায়াতে ইসলামী থেকে সদ্য পদত্যাগ করা সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার বিকালে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রাজ্জাকের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার রাজ্জাক জামায়াতকে ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছে সে বিষয়টিকে আমি স্বাগত জানাই।

ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করছেন কি না-এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, আমি মনে করি না এটা যথেষ্ট। মাত্র একজন নেতা ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তাদের ক্ষমা চাওয়া হবে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু ক্ষমা চাওয়ার মাধ্যমে সব কিছু মাফ হয়ে যাবে না।

 

টাইমস/জেডটি

Share this news on: