শাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টরসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন।

রোববার বিকেলে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসাইন ও সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার অনুসারী কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর হাসান।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাবির ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখওয়াত হোসেন গ্রুপের অনুসারী এক জুনিয়রকে র‌্যাগ দেওয়ার অভিযোগে ছাত্রলীগের মুশফিকুর রহমান জিয়ার অনুসারী বেশ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে বিকাল সাড়ে ৩টার দিকে শাবির শিক্ষাভবন 'বি' এর সামনে মুশফিকুর রহমান জিয়ার অনুসারীদের ওপর আক্রমণ করে সাখাওয়াত গ্রুপের অনুসারীরা। এতে মুশফিকুর রহমান জিয়া গ্রুপের ৪ জন আহত হন।

মুশফিকুর রহমান জিয়া বলেন, প্রতিপক্ষের হামলায় আমাদের কর্মী নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মামুন শাহ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সুমন বাপ্পি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অনন্ত মাহমুদ আহত হয়েছেন।

শাখাওয়াত হোসাইন বলেন, জিয়ার অনুসারীদের হামলায় আমাদের পক্ষের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল বারী সজিব, রেজাউল করীম তানভির, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান, সুজন বৈষ্ণব, সমাজকর্ম বিভাগের পারভেজ, নৃবিজ্ঞান বিভাগের রাব্বী এবং সৌরভ দাস আহত হয়েছেন।

ভারপ্রাপ্ত প্রক্টর হাসান বলেন, উভয় পক্ষের ছোঁড়া ইটের ঢিলে আমাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। অনন্ত ১৫জন আহত হয়েছেন। তাদের অনেককেই সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের সাথে কথা বলেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: