ওলামা দলের সভাপতির মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) যান তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে আব্দুল মালেকের বয়স হয়েছিল ৬৮ বছর।

মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ অংশ নেন।

শায়রুল কবীর খান আরও জানান, আজ বাদ আছর গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

 

 

টাইমস/এসআই

Share this news on: