‘অপকর্ম আড়াল করতে সরকার বাকশালের আওয়াজ তুলছে’

অপকর্ম আর ব্যর্থতা আড়াল করতে সরকার বাকশালের আওয়াজ তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ তিনি এ অভিযোগ করেন।

মহান স্বাধীনতা দিবস ও বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, অপকর্ম আর ব্যর্থতা আড়াল করতে আওয়ামী লীগ সরকার বাকশালের আওয়াজ তুলছে। তবে একদলীয় শাসন প্রতিষ্ঠার স্বপ্ন কোনো দিন সফল হবে না।

তিনি আরও বলেন, কোনো মহৎ উদ্দেশ্যে নয়, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল। আবারো একই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে বর্তমান সরকার।

মির্জা ফখরুল আরও বলেন, যখন নির্বাচন কমিশনই বলছে যে নির্বাচন ঠিক হচ্ছে না তখনই বলা হচ্ছে বাকশাল খুব ভাল একটা ব্যবস্থা ছিল।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে আটক রাখা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই। খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র ফিরিয়ে আনা এক সুত্রে গাঁথা।

তিনি বলেন, এই আওয়ামী লীগের নেতারা যারা কনভিক্টেড তারাও বাইরে রয়েছে। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। প্রতিদিন তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্যের জন্য।

গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই সরকার আবারো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ